রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে শুভ ওরফে হৃদয় (২০) নামে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। সোমবার (৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে র্যাব-২ এর সহকারী পরিচালক (এএসপি) খান আসিফ তপু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
গ্রেফতারের সময় শুভর কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি দেশীয় চাপাতি উদ্ধার করা হয়। র্যাব জানায়, শুভ তার আরও দুই সহযোগীর সঙ্গে এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে শুভকে আটক করা হয়, তবে তার সহযোগীরা পালিয়ে যায়।
র্যাব-২ এর তথ্যমতে, শুভ একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তারা পথচারীদের কাছ থেকে চাপাতি, সামুরাই, চাকুসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত।
সম্প্রতি এই চক্রের সদস্যদের অস্ত্র হাতে মহড়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে শুভকে প্রকাশ্যে চাপাতি হাতে দেখা যায়, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত শুভ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধমূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে চক্রটির অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান জোরদার করা হবে। শুভর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply