জেলা প্রতিনিধি নেত্রকোনা : নেত্রকোনার আটপাড়া উপজেলার যোগিরনগুয়া গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে আটপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে সোমবার সকালে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন যোগিরনগুয়া গ্রামের ৬ নম্বর দুওজ ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওয়ালু মিয়া, মহেশ্বর খিলা গ্রামের জজ মিয়া, সাফায়েত, কাশেম ও হায়দার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসছিল। গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে পুলিশের একটি দল কাশেমের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১ হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply