শিরোনাম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বয় জরুরি: অর্থ উপদেষ্টা জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের আহ্বান জানিয়েছেন আলোচকরা। অনুষ্ঠানে জলবায়ু সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ হওয়া এবং স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করার শপথ নেন সবাই। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাজেটে বরাদ্দ ১০০ কোটি জলবায়ু পরিবর্তনের জেরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বলছে গবেষণা কপ-৩০ সামনে রেখে জলবায়ু সনদে যুবসমাজের ২৬ দাবি মোক্তার হোসেনের কণ্ঠে হৃদয় ছোঁয়া গান ‘রাস্তাই ঠিকানা’ মুন্সিগঞ্জে কলেজের পরিত্যক্ত কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার অস্ত্র নিয়ে মহড়া, র‍্যাবের হাতে গ্রেফতার ছিনতাইকারী কুমিল্লায় বন্যার শঙ্কা, গোমতীতে পানি বাড়ছে হু হু করে নেত্রকোনায় জুয়ার আসরে অভিযান, বিএনপি নেতা সহ গ্রেফতার ৫

মুন্সিগঞ্জে কলেজের পরিত্যক্ত কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৬৭ বার

মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের একটি পরিত্যক্ত কক্ষ থেকে মো. ইয়াসিন (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে স্থানীয়রা প্রথমে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত ইয়াসিন ভোলা জেলার আলকী গ্রামের বাবুল হোসেন ও সখিনা বেগমের ছেলে। তিনি মুন্সিগঞ্জের মাঠপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, ইয়াসিন ঢাকার মোহাম্মদপুরে একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন। গত বৃহস্পতিবার তিনি মুন্সিগঞ্জে আসেন। পরিবার জানায়, ইয়াসিন মানসিকভাবে কিছুটা দুর্বল ছিলেন। তার বোন সোনিয়া বলেন, “ও একটু কম বুঝত। আজ সকাল সাড়ে ৮টার দিকে সে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর ১১টার দিকে শুনি, তার মরদেহ স্কুলের পরিত্যক্ত একটি কক্ষে পাওয়া গেছে।”

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ছেলেটি মানসিকভাবে দুর্বল ছিল। মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© 2019, All rights reserved.
Developed by Raytahost