বিনোদন ডেস্ক : প্রকাশিত হলো নতুন গান ‘রাস্তাই ঠিকানা’, যেখানে কণ্ঠ ও সঙ্গীত আয়োজন করেছেন মোক্তার হোসেন। গানটির কথা ও সুর করেছেন রাফসান আমিন। গানটি সম্প্রতি MH Music World ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে।
গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এটি মোক্তার হোসেনের সংগীত পরিচালনার দ্বিতীয় কাজ। এর আগে সুরকার হিসেবে নিজের প্রতিভা প্রমাণ করেছেন তিনি। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে শ্রোতাদের নতুন স্বাদ দিতে চেয়েছেন এই গানটির মাধ্যমে।
মোক্তার হোসেন জানান, “আমি আশা করছি, গানটি শ্রোতা ও দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলবে। সবার ভালোবাসা ও সমর্থন চাই।” সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই গানটি প্রশংসা পাচ্ছে বলে জানা গেছে।
Leave a Reply