বরগুনার বামনা উপজেলায় মো. আজিজুল (২২) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যার পর তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন মো. সাইফুল (২৫) ও মো. হৃদয় (২২), যারা বামনা উপজেলার স্থানীয় বাসিন্দা। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আজিজুল তার অটোরিকশায় কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার বলইবুনিয়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ঈদগাহ ময়দানের কাছে পৌঁছালে যাত্রীর ছদ্মবেশে থাকা সাইফুল ও হৃদয় পরিকল্পিতভাবে তাকে গলা কেটে হত্যা করে। পরে মরদেহ কচুরিপানায় ভরা সড়কের পাশে একটি ডোবায় ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
রাত আনুমানিক ২টার দিকে পথচারীদের মাধ্যমে ডোবায় মরদেহের খোঁজ পাওয়া গেলে পুলিশ গিয়ে অর্ধ-ডুবন্ত অবস্থায় আজিজুলের লাশ উদ্ধার করে। এরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সাত ঘণ্টার মধ্যে পিরোজপুরের ভান্ডারিয়া এলাকা থেকে সাইফুল ও হৃদয়কে গ্রেপ্তার করে। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি ও ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
বামনা থানার ওসি হারুন অর রশীদ হাওলাদার জানান, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল অভিযানে নামে এবং রাতেই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় চরম শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিরীহ একজন তরুণ শ্রমজীবী মানুষকে এভাবে নৃশংসভাবে হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত। এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply