চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দুই জুয়াড়িকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার রামদাশবাগ এলাকায় অভিযান চালানো হয়।
যৌথ বাহিনীর সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক হন মো. হুমায়ুন কবির (৪০) ও নাজির হোসেন (৬০)। তাঁদের কাছ থেকে নগদ ১ হাজার ৩০০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার করা টাকা ও মোবাইল ফোন ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে জুয়া চলছিল। এতে তরুণদের মধ্যে আসক্তি বাড়ছিল এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছিল। তাঁরা যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় দুষ্কৃতকারী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও জুয়াড়িদের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে।
Leave a Reply